1. akrajon11@gmail.com : rajon :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩ যশোর বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ দুইজন নিহত যশোরে প্রাইভেটকারে হামলা, অস্ত্র ঠেকিয়ে ‘নগদ’র ৫৫ লাখ টাকা ছিনতাই চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল, বেঁচে আছেন সেই ব্যক্তি যশোরে শংকরপুরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে আহত খাদিজার মৃত্যু মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩ যশোরের পুলেরহাটের কৃষ্ণবাটি গ্রামে যুবকের উপর বোমা হামলা ও কুপিয়ে জখম যশোরে সালিসের নামে বাড়ি ভাঙচুর: বিএনপির দুই নেতা বহিষ্কার যশোরের পুলেরহাটে মুক্তেশ্বরী নদী দখল স্বীকার আদ্-দ্বীনের, সরানো হবে সেতু ও প্রাচীর ইসলামের মহান আদর্শ ছাড়া কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয় — চরমোনাই পীর

যশোরের চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজার পুলেরহাটের জমি দখলের অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজার পুলেরহাট বাজারে থাকা জমি দখলের অভিযোগ উঠেছে। এ জমিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে গোলোযোগ সৃষ্টি হয়। এক পর্যায় ইউপি চেয়ারম্যান শামীম রেজার মা সায়িদা ইয়াসমিন কোতোয়ালি থানা ও সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। বিবাদীরা হলেন, বেজপাড়ার আব্দুর রউফ, মণিরামপুর উপজেলার কিসমত চালকা গ্রামের জামাল হোসেন, মাহিদিয়া গ্রামের রহিম, রেলগেট পশ্চিমপাড়ার শারমিন রহমান। যদিও বিবাদীরা বলছেন ভিন্ন কথা।

অভিযোগে সায়িদা উল্লেখ করেন, তার স্বামীর ৩৬ শতক জমির মধ্যে ৭ শতক জমি বিবাদী আঃ রউফ কাছে বিক্রি করেন। পরবর্তীতে আঃ রউফ ওই জমি আরও দুই ব্যক্তির কাছে বিক্রি করার সময় কৌশলে জমির অবস্থান পরিবর্তন করে অন্য জমি দখল করেন। সায়িদা ইয়াসমিনের ছেলে ইউপি চেয়ারম্যান শামীম রেজা এ বিষয়ে আদালতে একটি মামলা করেন যা বিচারাধীন।

এর মধ্যে শুক্রবার সকাল ৯টার দিকে বিবাদীরা জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ কাজ শুরু করে। বাধা দিতে গেলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন সায়িদা ইয়াসমিন।

এদিকে, অভিযোগের বিবাদী শারমিনের স্বামী বাবুল বলেন, ওই জমি মুলত চেয়ারম্যান শামীম রেজার বাবা সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজের কাছ থেকে কেনেন আব্দুর রউফ। পরবর্তিতে রউফের কাছ থেকে জামাল ও তার স্ত্রী শারমীন। আজিজ সাহেব যেভাবে স্কেচ করেছে সেভাবেই তারা জমি দখলে নিয়ে কাজ করার চেষ্টা করছেন। এর মাঝে শামীমসহ তার লোকজন নানা ধরণের অভিযোগ আনছেন। যা মিথ্যা বলে দাবি করেন তিনি।

এদিকে, স্থানীয়রা জানান, ওই জমিকে কেন্দ্র করে একের পর এক লোকজনের আনাগোনা বাড়ছে যা নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হচ্ছে। যেকোনো সময় বিষয়টি বৃহৎ রুপে ধারনের শঙ্কা দেখছেন স্থানীয়রা।

এ বিষয়ে মূল অভিযুক্ত মো. বাবুল এর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইউপি চেয়ারম্যান শামীম রেজা বলেন, তার বাবার ক্রয়কৃত জমি জোর করে ভোগ দখল করতে চাচ্ছে বাবুলগং। অবৈধ টাকা ব্যয় করে স্থানীয় কিছু ব্যক্তিকে হাত করে এই কাজ করছে তারা। এ ঘটনায় তিনি উৎকন্ঠা প্রকাশ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনির কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজি বাবুল বলেন, অভিযোগ পেলে দায়িত্বরত অফিসারের মাধ্যমে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..