ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচার নিয়ে চরম উত্তেজনার জেরে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি রাতভর ভাঙচুরের পর পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে দেখা যায়, ঐতিহাসিক এই ভবনটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্রেন, এক্সকাভেটর ও বুলডোজার দিয়ে রাতভর চলে ভবন ভাঙার কাজ। ভবনের বড় অংশ ধসে পড়ায় সেখানে উপস্থিত জনতা উল্লাস প্রকাশ করে।
এসময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘জিয়ার সৈনিক এক হও লড়াই কর’—এমন বিভিন্ন স্লোগান শোনা যায়।
একই রাতে আগুন দেওয়া হয় ধানমন্ডির ৫ নম্বর সড়কের সুধা সদনে, যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন হিসেবে পরিচিত। এছাড়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘বুলডোজার মিছিলের’ অংশ হিসেবে রাত ৮টার দিকে উত্তাল জনতা ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করে, ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। রাত পৌনে ১১টার দিকে সুধা সদনেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বাড়ি খালি অবস্থায় ছিল।
Leave a Reply