যশোরে দেশের প্রখ্যাত ছয় জন আলেমে দ্বীনসহ ইসলামিক স্কলারদের সমন্বয়ে ৩ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ মাহফিল নিয়ে ধর্মপ্রাণ মুসলিম মানুষের মধ্যে এক ধরণে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা দিয়েছে। মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
নতুন বছরের ১, ২ ও ৩ জানুয়ারি যশোর শহরের পুলেরহাটের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠ এ মাহফিল অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই তাফসীরুল কুরআন মাহফিলে ৮-১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা করছেন।
আয়োজকরা জানিয়েছেন, প্রথম দিন ১ জানুয়ারি (বুধবার) আলোচনা করবেন আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ ও আল্লামা মামুনুল হক। দ্বিতীয় দিন ২ জানুয়ারি (বৃহস্পতিবার) আলোচনা করবেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমীর হামজা। শেষ দিন (৩ জানুয়ারি) শুক্রবার আলোচনা করবেন শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারি। প্রতিদিন বিকাল ৩টা থেকে তাফসীরুল কুরআন মাহফিলের কার্যক্রম শুরু হবে। মাহফিলে নারীদের জন্য বসার পৃথক ব্যবস্থা থাকবে। প্রতিদিন ইসলামী নাশিদ পরিবেশন করবেন দেশ বরেণ্য ইসলামী কণ্ঠ শিল্পীরা।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের পাবলিক রিলেশনস কর্মকর্তা তরিকুল ইসলামতারেক বলেন, তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে ৮-১০ লাখ মানুষ সমাগম টার্গেটে মাঠ প্রস্তুতি কাজ চলছে। দেশের প্রখ্যাত ছয় জন আলেম নিয়ে এটাই প্রথম কোন বড় অনুষ্ঠান হতে যাচ্ছে। এ ব্যতিক্রমী আয়োজনে জন্য আদ্-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমিসহ আশেপাশের আরও ২০০ থেকে ৩০০ বিঘা জমি জুড়ে এ মাহফিলের মাঠ তৈরি করা হয়েছে। মাহফিল ভিতরে প্রবেশ জন্য চারটি ও বাহিরে যাওয়ার জন্য ৪টি গেট করা হয়েছে। ৮-১০ লাখ লোকের জন্য আলো, পানি বাথরুম ও ওযু খানা তৈরি করা হয়েছে। ১৮-২০টি এলইডি স্কিনের মাধ্যমে লাইভ দেখানো হবে। মূল মাঠসহ আশেপাশে ৪টি মাঠে এই এলইডি স্কিন থাকবে। এছাড়া বিশেষ করে মহিলাদের বসার জন্য তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে। পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়, পুলেরহাট বালিকা বিদ্যালয় এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ গেট এলাকায় বসে এলইডির মাধ্যমে দেখতে পারবেন।
তিনি আরও বলেন, বাইরে কোন দোকান মাহফিল মাঠে থাকবে না। মাহফিলে আসা শ্রোতাদের জন্য আদ্-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব খাবার দোকান থাকবে। সেখান থেকে খাবার কিনে খেতে পারবে যে কেউ। এছাড়া মাহফিল মাঠে কেউ রাত্রি যাপন করতে পারবে না। আর নিরাপত্তার স্বার্থে মাহফিলে ব্যাগ নিয়ে প্রবেশ করা নিষেধ।
Leave a Reply