1. akrajon11@gmail.com : rajon :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩ যশোর বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ দুইজন নিহত যশোরে প্রাইভেটকারে হামলা, অস্ত্র ঠেকিয়ে ‘নগদ’র ৫৫ লাখ টাকা ছিনতাই চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল, বেঁচে আছেন সেই ব্যক্তি যশোরে শংকরপুরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে আহত খাদিজার মৃত্যু মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩ যশোরের পুলেরহাটের কৃষ্ণবাটি গ্রামে যুবকের উপর বোমা হামলা ও কুপিয়ে জখম যশোরে সালিসের নামে বাড়ি ভাঙচুর: বিএনপির দুই নেতা বহিষ্কার যশোরের পুলেরহাটে মুক্তেশ্বরী নদী দখল স্বীকার আদ্-দ্বীনের, সরানো হবে সেতু ও প্রাচীর ইসলামের মহান আদর্শ ছাড়া কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয় — চরমোনাই পীর

যশোরে বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় আসামি আ’লীগনেতাসহ ৬৩ 

  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

যশোরে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছে। মামলার বাদী হচ্ছেন, জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা শংকরপুর এলাকার অ্যাডভোকেট এমএ গফুর। আসামির তালিকায় রয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলারের নাম।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুল, মঈন উদ্দিন মিঠু, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ, রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদ হাসান লাইফ, যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলার হাজী আলমগীর কবীর সুমন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলার শাহেদ হোসেন নয়ন ওরফে হিটার নয়ন, সন্ত্রাসী শাহাজাহান কবির শিপুল, বিরামপুরের হাদিউজ্জামান চিমা, বারান্দিপাড়ার জাকির হোসেন রাজিব ও সনি।

অন্যান্য আসামিরা হলেন, ঘোপ এলাকার সুজন, রাসেল, রেজওয়ান, হাশেম কাজী, বারান্দীপাড়ার কসাই মনির, নান্টু, তৌসিফুর রহমান রাসেল, আনোয়ার হোসেন সবুজ, নুরপুরের সাগর খাঁ, ছাতিয়ানতলার আব্দুল মান্নান মুন্না, আলমনগরের টিপু সুলতান, বিরামপুরের শাহাজান আলী কসাই, ছোট হৈবতপুরের সিদ্দিকুর রহমান, তালবাড়িয়ার আসমত আলী চাকলাদার, শালিয়াটের ইমলাক, আরএন রোডের কালো ফারুক, পল্টু, এজাজ আহম্মেদ, তালবাড়িয়ার ফিরোজ, আরএন রোডের টিপু সুলতান, উপশহরের সাগর, সুলতানপুরের ডেঞ্জার দিপু, তালবাড়িয়ার টিপু সুলতান, বারান্দীপাড়ার কামাল হোসেন, পুরাতন কসবার মামুন করিম, রায়পাড়ার রিয়াজ, টেরা চঞ্চল, বালিয়াডাঙ্গার রবিউল ইসলাম, বাদশা মিয়া, চাঁচড়া ভাতুরিয়ার শফিয়ার রহমান, আজাদ, তফসিডাঙ্গার মামুন, সিরাজুল, চাঁচড়ার সোহান, বারান্দীপাড়ার গোলাম কিররিয়া সানি, হামিদপুরের টেরা সুজন, অম্বিকা বসু লেনের টেরা মোস্তফা, রায়পাড়ার সাইফুল ইসলাম, বাপ্পী, ষষ্টিতলার সিকদার, সিটি কলেজপাড়ার নাহিদ, সাদ্দাম, গোলপাতা মসজিদ এলাকার জুয়েল, বিপ্লব, শংকরপুরের মানিক, মুরগী ফার্ম গেটের রাজু, আনসার ক্যাম্পের রোহান, শংকরপুর মহিলা মাদ্রাসা এলাকার শয়ন ও পুরাতন কসবার মাসুম করীম। এছাড়া, এ মামলায় আরও ১শ’ থেকে দেড়শ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় বাদী উল্লেখ করেন, আসামিরা সবাই আওয়ামী লীগের সন্ত্রাসী। গত ৪ আগস্ট আসামিরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একত্রিত হয়। এরপর তারা পূর্ব পরিকল্পিতভাবে শহরের লালদীঘির পাড়ের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে যান। এরপর তারা পার্টি অফিস ভাংচুর চালায়। এসময় অফিসে থাকা দুটি ল্যাপটপ, আলমারিসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে। এছাড়া প্রয়োজনীয় আসবাবপত্র ভাংচুর করে। এরপর তারা অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। একইসাথে আসামিরা বোমা হামলা চালায়। এভাবে তারা অফিসে ৪০ মিনিট তান্ডব চালায়। তাদের এ কর্মকান্ডে অফিস সহকারী মনিরুল অসুস্থ হয়ে পড়ে।

মামলায় আরও উল্লেখ করা হয়, আসামিরা আওয়ামী লীগের শাসন আমলে নানা ধরণের অপরাধমুলক কর্মকান্ডে লিপ্ত ছিলেন। তাদের অনেকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..