1. akrajon11@gmail.com : rajon :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
যশোরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক লোকসমাজ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাইনচ্যুত বগি অপসারণ,১০ ঘণ্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’ যশোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ শানে রেসালত সম্মেল অনুষ্ঠিত যশোরের গদখালী যাত্রীবাহী বাস ও গরু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ : আহত ২৫ যশোরে যৌথসভায় দলের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা: যুবদল সভাপতি যশোরে বোর্ডে শীর্ষস্থানে যশোর, তলানিতে মেহেরপুর মেহেরপুরের গাংনী উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বড় বোন ও ভাইয়ের বউকে কুপিয়ে হত্যা  যশোরের চাঁচড়া ইউনিয়নের গোয়ালদাহ গ্রামে তালাক প্রাপ্ত স্ত্রীকে খুন করার পর রাতে ঘাতক স্বামীর আত্মহত্যা বৌ-ভাতের অনুষ্ঠানে আগত অতিথিদের রক্তের গ্রুপ পরীক্ষা

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী আর নেই

  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী মারা গেছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম। তিনি বলেন, আজ রাত ৯টার দিকে রুহুল আমিন গাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে নানা শারীরিক জটিলতা দেখা দেয় তার। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রোলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, রুহুল আমিন গাজীকে থাইল্যান্ডে চিকিৎসার জন্য নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নেওয়া সম্ভব হয়নি। তার জানাজার সময় পরবর্তীতে জানানো হবে।

এদিকে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি  সমবেদনা জানান।

উপদেষ্টা বলেন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মৃত্যুতে বাংলাদেশ একজন গুণী সাংবাদিককে হারাল। তার চলে যাওয়া গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সভাপতি পদে নির্বাচিত হন রুহুল আমিন গাজী। মহাসচিব পদে নির্বাচিত হন কাদের গনি চৌধুরী।

নিউজটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..