আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা সারা দেশের মতো একযোগে শুরু হয়েছে। তবে যশোর বোর্ডে গত বছরের থেকে এবছর পরীক্ষার্থী কমেছে ২১ হাজার ৬৬২ জন। এছাড়া প্রথম দিনেই ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং ১ হাজার ৮০০ জন অনুপস্থিত ছিল বলে নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর যশোর বোর্ডের অধীন ২ হাজার ৫৭০টি বিদ্যালয়ের মোট ১ লাখ ৪১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী ২৯৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৬২ হাজার ৭২৬।
পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। তবে কেন্দ্রগুলোতে সকাল ৮টা ৩০ মিনিট থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ের আগে কাউকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।
নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে যশোর শিক্ষা বোর্ড গঠন করেছে ১৩টি ভিজিলেন্স টিম এবং কেন্দ্র সচিবদের দিয়েছে ১১ দফা সতর্কতা নির্দেশনা। ফটো কপি দোকান ও কোচিং সেন্টারেও চলছে কড়া নজরদারি।
পরীক্ষার্থীদের মধ্যে ৬৯ হাজার ৮৫ জন ছেলে ও ৭১ হাজার ৯৭৯ জন মেয়ে। শাখাভিত্তিক বিভাজনে মানবিকে সবচেয়ে বেশি—৮৫ হাজার ২৩৮ জন, এরপর বিজ্ঞান শাখায় ৪০ হাজার ১৪৪ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১৫ হাজার ৬৮২ জন।
জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে যশোর জেলায়—২৩ হাজার ৬৬৪ জন। এরপর খুলনায় ২১ হাজার ৯৬৬, কুষ্টিয়ায় ২০ হাজার ১৭, ঝিনাইদহে ১৬ হাজার ৮১৩, এবং সাতক্ষীরায় ১৪ হাজার ৬১৫ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন রাতদিন নিউজকে বলেন, “প্রথম দিনে কোনো প্রশ্নফাঁস বা বড় ধরনের বিশৃঙ্খলা হয়নি। ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং ১ হাজার ৮০০ জন অনুপস্থিত ছিল। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।”
তিনি আরও বলেন, “এবার পরীক্ষার্থী কমেছে ঠিকই, তবে এর পেছনের কারণ বিশ্লেষণ ছাড়া বলা কঠিন।”
Leave a Reply