যশোর পল্লী বিদ্যুৎ সমিতিতে চরম অচলাবস্থা বিরাজ করছে। কর্মকর্তা-কর্মচারীদের হয়রানীমূলক বদলীসহ জিএস ইছাহাক আলীর বিরুদ্ধে গ্রুপ রাজনীতির অভিযোগ তোলা হয়েছে। এসব অভিযোগ তুলে যশোর-বেনাপোল সড়কে পুলেরহাট প্রধান কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার বাসভবনেও ঘন্টাখানেক তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধরা। দুটি পক্ষের মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করে। সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে বলেও একাধিক সূত্র থেকে জানা গেছে।
আজ বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে পল্লীবিদ্যুৎ সমিতির প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী। এ সময় তারা স্লোগান দেন জিএম’র দালালরা হুঁশিয়ার-সাবধান। অনতিবিলম্বে হয়রানীমূলক বদলী বাতিল ও নানা ইস্যু সৃষ্টি করে দুর্ব্যবহার বন্ধ করা না হলে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখা হবে বলেও মানববন্ধন কর্মসূচি থেকে ঘোষণা দেয়া হয়েছে।
এদিকে, একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে-এদিন সন্ধ্যা রাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন জিএম ইছাহাক আলীর পক্ষীয় কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় দু’পক্ষের মধ্যে মারামারি হয়। অফিসের বাইরে-ভেতরে ভাংচুর করা হয়েছে বলেও সূত্রে দাবি করা হয়েছে। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
তবে সন্ধ্যার ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
জিএম ইছাহাক আলীকে মুঠোফোনে পাওয়া যায়নি।
আইন-শৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও সত্যতা নিশ্চিত করা হয়নি।
Leave a Reply