যশোরে পেট্রোল পাম্প মনিটরিংয়ের সময় রজনীগন্ধা পাম্পে ডিজিটাল তেল বিক্রির মিটার মেশিনে লুকোচুরি ধরেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীরা লুকোচুরির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়। পরে বিএসটিআইয়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের নিয়ে পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে (ডিজিটাল মিটার মেশিন) সিলগালা করে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরে নেতৃত্বদানকারী মাসুম বিল্লাহ সাংবাদিকদের জানান, জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ এবং তা কার্যকরের নির্দেশ ঘোষণার পর ১ সেপ্টেম্বর থেকে একদল শিক্ষার্থী বিভিন্ন পেট্রোল পাম্প তদারকিতে নামে। এদিন সদর উপজেলার নওয়াপাড়ার রজনীগন্ধা ফিলিং সেন্টারে গিয়ে তেল বিক্রিতে লুকোচুরি ধরা পড়ে। বিষয়টি বিএসটিআই এর উপ-পরিচালক প্রকৌশলী আসলাম শেখকে অবগত করা হয়।
সোমবার দুপুরে বিএসটিআইয়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের নিয়ে রজনীগন্ধা ফিলিং সেন্টারে অভিযান পরিচালনা করে। এ সময় ওই পেট্রোল পাম্পের ডিজিটাল মিটার মেশিনে ১০ লিটার অকটেনে ১৫০ মিলি কম, ১০ লিটার পেট্রোলে ৬০ মিলি কম ও ১০ লিটার ডিজেলে বিক্রিতে এক হাজার ২০ মিলি তেল কম দিয়ে প্রতারণার সত্যতা পায়। প্রতারণার অভিযোগে অকটেন, পেট্রোল, ডিজেল, ডিসপেন্সিং ডিজিটাল ইউনিট (মেশিন সিলগালা করে। অভিযানে যশোর জেলা বিএসটিআইয়ের ইন্সপেক্টর রাকিব ইসলাম, ফিল্ড অফিসার খালেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এই বিষয়ে বিএসটিআই এর উপ-পরিচালক প্রকৌশলী আসলাম শেখ সাংবাদিকদের জানান, শিক্ষার্থীরা আমাদের জানালে তাদেরকে সাথে নিয়ে রজনীগন্ধা ফিলিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই পাম্পের ডিজিটাল তেল বিক্রির ৩ টি মিটার মেশিনে ত্রুটি পাওয়ায় সিলগালা করা হয়েছে।
Leave a Reply