1. akrajon11@gmail.com : rajon :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩ যশোর বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ দুইজন নিহত যশোরে প্রাইভেটকারে হামলা, অস্ত্র ঠেকিয়ে ‘নগদ’র ৫৫ লাখ টাকা ছিনতাই চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল, বেঁচে আছেন সেই ব্যক্তি যশোরে শংকরপুরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে আহত খাদিজার মৃত্যু মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩ যশোরের পুলেরহাটের কৃষ্ণবাটি গ্রামে যুবকের উপর বোমা হামলা ও কুপিয়ে জখম যশোরে সালিসের নামে বাড়ি ভাঙচুর: বিএনপির দুই নেতা বহিষ্কার যশোরের পুলেরহাটে মুক্তেশ্বরী নদী দখল স্বীকার আদ্-দ্বীনের, সরানো হবে সেতু ও প্রাচীর ইসলামের মহান আদর্শ ছাড়া কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয় — চরমোনাই পীর

যশোরের পুলেরহাটে মুক্তেশ্বরী নদী দখল স্বীকার আদ্-দ্বীনের, সরানো হবে সেতু ও প্রাচীর

  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

যশোরে মুক্তেশ্বরী নদী দখল করে আদ্-দ্বীন মেডিকেল কলেজ স্থাপন, হাসপাতালের প্রাচীর ও প্রতিষ্ঠান দুটিতে যাতায়াতের জন্য নদীর উপর নির্মিত অবৈধ সেতুটি অপসারণে পানি উন্নয়ন বোর্ড চিঠি দেয়ার পর অবশেষে দায় স্বীকার করে দুঃখ প্রকাশ এবং নিজ খরচে এসব স্থাপনা সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। 

হাসপাতালটি নির্মাণে নদীর ৬১ শতক জায়গা দখল করে আদ্-দ্বীন কর্তৃপক্ষ। এরফলে নদী প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে। এনিয়ে গত ৮ এপ্রিল দুপুরে সংবাদ সম্মেলন করে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, ভৈরব নদ সংস্কার আন্দোলন ও কপোতাক্ষ বাঁচাও আন্দোলন। তারা অবিলম্বে ‘দখল উচ্ছেদের দাবি জানিয়ে সাফ বলে দেন-দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে রণজিৎ বাওয়ালীর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন-ভৈরব নদ সংস্কার আন্দোলনের জিল্লুর রহমান ভিটু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনসমূহের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ।

ওইদিনই পানি উন্নয়ন বোর্ড যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলী জিএম রাইসুল ইসলামের সাক্ষরিত চিঠি মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর পাঠানো হয়। পাউবোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি জানান, আলোচনার মাধ্যমে অপসারণ প্রক্রিয়া শুরু হবে এবং পাউবোর পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

জানা যায়, ২০১৪ সালে বিগত ক্ষমতাসীন আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে শহরের পুলেরহাটে মুক্তেশ্বরী নদীর আধা কিলোমিটার অংশ দখল করে বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণ করে আদ্-দ্বীন কর্তৃপক্ষ। এছাড়া নদীর মাঝখানে কংক্রিটের খুঁটি দিয়ে নির্মাণ করা হয় লোহার সেতু। সেতু ও হাসপাতালটি নির্মাণে নদীর এই অংশ এমনভাবে দখল আর শাসন করা হয়েছে, যা বুঝার উপায় নেই। অথচ মুক্তেশ্বরীই এক সময় প্রমত্ত নদী হিসেবে প্রবাহমান ছিল।

পানি উন্নয়ন বোর্ডের চিঠিতে উল্লেখ করা হয়-আদ্ দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ এবং আদ্ দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল সীমানা প্রাচীর সিএস ম্যাপে প্রদর্শিত মুক্তেশ্বরী নদীর খাস জমির মধ্যে রয়েছে। প্রতিষ্ঠান কর্তৃক মুক্তেশ্বরী নদীর উপর অবৈধ ব্রিজ নির্মাণ করায় নদীর পানি প্রবাহ বিঘ্নিত হয়ে নদীটি প্রায় অস্ত্বিহীন হয়ে পড়েছে। যশোর শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। চিঠিতে বলা হয়-এমতাবস্থায় আপনাদের নিজস্ব ব্যবস্থাপনায় সিএস ম্যাপে প্রদর্শিত মুক্তেশ্বরী নদীর খাস জমি হতে সীমানা প্রাচীরটি অপসারণ ও মুক্তেশ্বরী নদীর উপর নির্মিত ব্রিজটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

কয়েক দফা মুক্তেশ্বরী নদী অবৈধ দখলের যে তালিকা প্রকাশ করে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন কমিটি ও পানি উন্নয়ন বোর্ড। সেই তালিকায় আদ্-দ্বীন হাসপাতালের নাম রয়েছে। তাদের অংশে নদীর শূন্য দশমিক ৬১ একর বা ৬১ শতক দখলে রয়েছে। পুলেরহাট এলাকার সেতুর দক্ষিণ-পূর্ব কোনা থেকে নদীতীরে গড়ে উঠেছে পাঁচ শ’ শয্যাবিশিষ্ট আদ্-দ্বীন হাসপাতাল। নদীর তীরে প্রাচীর দেয়া হয়েছে। নদীর তীর দখল করে কংক্রিটের ঢালাই দেয়া হয়েছে। এর মধ্যেই বিভিন্ন ফলের গাছ লাগানো হয়েছে। নদীপাড়েই হাঁস-মুরগির বিভিন্ন ঘরও নির্মাণ করেছে আদ্-দ্বীন। তবে শুধু প্রাচীর ও অবৈধ সেতুটি অপসারণে চিঠি দেয়াতে ক্ষুদ্ধ মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন কমিটি। তারা নদীর ফোরশোরে আদ্ দ্বীনের সকল অবৈধ স্থাপনা অপসারণের দাবি জানিয়েছে।

এদিকে, দায়সারাভাবে কোন ব্যবস্থা নিলে প্রতিবাদ কর্মসূচি নেয়া হবে বলে সাফ জানিয়ে দেন সংগঠনের উপদেষ্টা ইকবার কবির জাহিদ। তিনি এইও বলেন, নদীর ফোরশোর যে এরিয়া রয়েছে, সেখানে আদ্ দ্বীনের অনেক স্থাপনা দখল হিসাবেই রয়েছে। সেই ফোরশোর পর্যন্ত উচ্ছেদ হতে হবে। কারণ এই নদী যশোরের দুঃখ ভবদহের সংযোগ। এই নদীর নাব্যতা প্রয়োজন।

সেদিন আদ্-দ্বীন ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অফিসার তরিকুল ইসলাম তারেক জানিয়েছিলেন, প্রাচীর ও নদীর ব্রিজটি অপসারণে চিঠি পাওয়া গেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, তাদেরকে চিঠি দেয়া হয়েছে। আদ্ দ্বীন মেডিকেল কলেজের প্রতিনিধিরাও আমার সঙ্গে দেখা করেছে। তারা নদীর উপর ব্রিজটি সরানোর প্রক্রিয়া হাতে নিয়েছে। একই সঙ্গে আদ্ দ্বীন কর্তৃপক্ষ সেতুটি অপসারণ করে নিজস্ব অর্থায়নে স্থায়ী আরেকটি সেতু নির্মাণের ডিজাইন করেছে। সেটির নকশা যাচাই বাছাই করে জেলা পানি সম্পদ কমিটির সিন্ধান্তের পর অনুমতি দেয়া হবে। নদীর পানি প্রবাহ বিঘ্নিত হয় এমন কিছু করতেও দেয়া হবে না।

উল্লেখ্য, আদ্-দ্বীন মেডিকেল কলেজের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের সাবেক ৪ বারের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ভাই। তার আরেক ভাই শেখ বশির উদ্দিন বর্তমান সরকা

নিউজটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..