যশোরে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্দির ও মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সেনাবাহিনী, র্যাব ও আনসার সদস্যদের নিয়ে তিনি শহরের হরিসভা মন্দির, বেজপাড়া মন্দির, শহরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন।
এ সময় তিনি আইনশৃঙ্খলার সার্বিক বিষয় খোঁজ খবর নেন তিনি। একই সাথে মন্দির ও মণ্ডপ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, দেশের মানুষ দুর্গাপূজা যেন নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। নতুন বাংলাদেশে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না। সেটি নিশ্চিত করতে সরকার কাজ করে যাবে।
তিনি বলেন, যশোরে শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব পালন করছেন হিন্দু সম্প্রদায়সহ সকল গোত্রের মানুষেরা।
জেলায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকারসহ সেনাবাহিনী, র্যাব ও আনসার বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply